Song :Dhulabali
Vocal :Zunayed Evan
Band: Ashes
অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা
শীতে;
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে !
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
অনেক বছর আগের একটা
কফির টেবিলে
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
আমারেই মুছে দিলে
0 Comments