ছাড়পোকা (charpoka) by zunayed evan(Ashes band) -lyrics in Bangla



ছাড়পোকা (charpoka) by Ashes band -lyrics in Bangla :

            Song:Charpoka

            Vocal:zunayed Evan

             Band:Ashes

আধো আলোতে মন ছুয়েছে                                       

অন্ধকার একলা

চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয়, মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে ?

Tags:
Charpoka by zunayed Evan lyrics,zunayed Evan,ashes,top songs of zunayed Evan,ছাড়পোকা lyrics,bangla songs lyrics

Post a Comment

0 Comments