সেই তুমি কেন এত অচেনা হলে(Sei Tumi Keno Eto Ochena Hole) Lyrics In Bangla

 


সেই তুমি কেন এত অচেনা হলে(Sei Tumi Keno Eto Ochena Hole) Lyrics In Bangla:

Song - Shei Tumi
Singer - Ayub Bachchu



Lyric :
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
 বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই...
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি.. ক্ষমা করে দিও আমায়..

কত রাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আশা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি


Tags :
Ayub Bachchu,shei tumi keno ato ochena hole lyrics,
Ayub bachchu Gaa
n,
Shei Tumi release date
,Ayub Bachchu Gaan mp3,Shei tumi lyrics English,Best of Ayub Bachchu

Post a Comment

0 Comments