বিলিয়ন ডলারের আইপিএল (IPL)


 

ক্রিকেট বিশ্বের অন্যতম দামি টুর্নামেন্ট আইপিএল । আইপিএলে বিসিসিআই ও বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিগুলোর আয় ব্যয় ।        

            আইপিএলে টাকার ছড়াছড়ি 

 আইপিএলে বিসিসিআই ও ফ্র্যাঞ্জাইজি গুলোর আয়ের উৎস সম্পর্কে জানবো । 

আইপিএল এ বিসিসিআই এর আয় :

প্রতিবছরে আয় 

* সম্প্রচার  স্বত্ব থেকে আয় ৩২৭০ কোটি রূপি

* টাইটেল স্পনসর থেকে আয় ৪৪০ কোটি রূপি

* অফিসিয়াল স্পনসর থেকে আয় ২২০ কোটি রূপি

* আম্পায়ার জার্সি থেকে আয় ৬০ কোটি রূপি


প্রতি ম্যাচ থেকে আয় 

* আইপিএলের প্রতি ম্যাচ থেকে BCCI এর আয় ৫৪.৫ কোটি রূপি 

* ২০১৮-২০২২ সাল পর্যন্ত স্টারের সাথে চুক্তি ১৬,৩৪৭.৫ কোটি রূপি 

* আগের ৯ বছর সনি নেটওয়ার্ক সম্প্রচার স্বত্ব কিনেছিল ১.৬৩ বিলিয়ন ডলার দিয়ে । 

      ~BCCI ৯১৮ মিলিয়ন ডলারে ওয়ার্ল্ড স্পোর্টস এর কাছে বিক্রি করে ,ওয়ার্ল্ড স্পোর্টস আবার সনি নেটওয়ার্ক এর কাছে বিক্রি করে ।


অন্যান্য জায়গা থেকে আয় :

* ডিজিটাল রাইটস এর জন্য ফেসবুক বিড করেছিলো ৩৯০০ কোটি রূপি তবে ওটিটি প্লাটফর্ম হটস্টার পেয়েছে

* ২০১৮ সালে ভিভো ৫ বছরের জন্য টাইটেল স্পনসর শিপ পায় ২১৯৯ কোটির বিনিময়ে 


ডিজিটাল প্লাটফর্ম গুলোর আয় :

* আইপিএল থেকে স্টার স্পোর্টসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩৬০০-৩৮০০ কোটি রূপি 

* প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য স্টার স্পোর্টস এর আয় ১৩-১৩.৫ লাখ রূপি 

* ১৪ টি অ্যাসোসিয়েট ও কো-স্পনসর থেকে আয় ২০০ কোটি রূপি 

* ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আইপিএলের দর্শক বেড়েছে ২৩%

* আইপিএলের গত আসর দেখা হয়েছে ৪০০ বিলিয়ন মিনিট

* আসর শুরুর একমাস আগে ওটিটি প্লাটফর্মের ১০ টি স্পনসর পেয়েছিল স্টার স্পোর্টস 

* ওটিটি প্লাটফর্মের কো-স্পনসর থেকে আয় ১২০-১৩০ কোটি রূপি 

 সোর্চ : ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল,ভারত


ফ্র্যাঞ্জাইজি গুলোর ব্যয় :

     প্রতি দলের

*  খেলোয়াড় কিনতে খরচ ৮৫ কোটি রূপি

* হেডকোচের বেতন ২.২৫-৪ কোটি রূপি

আনুসাঙ্গিক আরও খরচসহ মোট খরচ ১০০ কোটি রূপি ।


ফ্র্যাঞ্জাইজি গুলোর আয়ের উৎস :

      বিভিন্ন ক্যাটাগরির স্পনসর

       # প্রধান স্পনসর

       # অফিসিয়াল স্পনসর

       # অফিসিয়াল পার্টনার

       # মার্চেন্ডাইজ পার্টনার


* গত বছরের তুলনায় এবছর ২৫-৪০ % রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা 

* প্রতি দলের ২০+ স্পনসর

* চেন্নাই এর ৩০+ স্পনসর

* গত মৌসুমে চেন্নাই , মুম্বাই , কলকাতা , আরসিবির মত দলগুলোর আয় ৬০-৭৫ কোটি রূপি 

* বাকি দলগুলোর আয়  ৪০-৫০ কোটি রূপি 

* আসর শেষে বিসিসিআই তাদের মোট রাজস্বের ৫০ % ফ্র্যাঞ্জাইজি গুলোকে দেয় ,

   এরপর ফ্র্যাঞ্জাইজিগুলো মোট রাজস্বের ২০ % দেয় বিসিসিআই কে 

* স্পনসর থেকে গতবছর ৪৫০-৫০০ কোটি রূপি রাজস্ব ছিল সব ফ্র্যাঞ্জাইজি গুলোর ।

আইপিএল হলো বিলিয়ন ডলারের , যা ভারতের অর্থনীতিকে ব্যাপকভাবে সাহায্য করে ।


ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।

Tags: আইপিএল থেকে আয় ,কত টাকা আয় ব্যয় হয় আইপিএলে ,income from IPL, income of team chennai,income of team Kolkata,income of team Punjab,income of team Bangalore,income of team Delhi,income of team Haydrabad ,income of team Mumbai, income of team Rajasthan,IPL tournament ,BC I,IPL

Post a Comment

0 Comments