বাংলাদেশ নির্বাচন কমিশন
(ইসি)
নতুন
রাজনৈতিক দলের
নিবন্ধনের জন্য
আবেদন
করা
১৪৩টি
দলের
মধ্যে
১২১টি দলকে প্রাথমিক বাছাইয়ে বাতিল ঘোষণা
করেছে।
ইতোমধ্যে এসব
দলকে
চিঠির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে বলে
জানান
ইসি
উপসচিব
মাহবুব
আলম
শাহ।
তিনি
বলেন,
“এবার
১৪৩টি
দল
নিবন্ধনের জন্য
আবেদন
করেছিল। তবে
প্রাথমিকভাবে কোনো
দলই
কমিশনের নির্ধারিত শর্ত
পূরণ
করতে
পারেনি। তাই
তাদের
ঘাটতি
পূরণের
জন্য
অতিরিক্ত সময়
দেওয়া
হয়েছিল।”
এই
সময়সীমার মধ্যে
৮৪টি দল সাড়া দিলেও, তাদের
মধ্যে
মাত্র ৬২টি দল ঘাটতি পূরণে তথ্য জমা দেয়। তবে
জমাকৃত
তথ্যের
ভিত্তিতে দেখা
গেছে,
এরা
কেউই
শর্ত
পূরণ
করতে
পারেনি।
বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ের তদন্ত চলমান
রয়েছে।
কমিশনের পক্ষ
থেকে
বলা
হয়েছে,
মাঠ
পর্যায়ের তদন্ত
শেষে
নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া
হবে।
KEYWORD :
- নতুন রাজনৈতিক
দল নিবন্ধন
- নির্বাচন
কমিশন বাংলাদেশ
- রাজনৈতিক
দল বাতিল
- নিবন্ধন আবেদন ২০২৫
- EC Bangladesh political party registration
- জাতীয় নাগরিক পার্টি
- প্রাথমিক
বাছাই রাজনীতি

0 Comments