ডিপ্রেশন by Ashes lyrics in Bangla :-
আমার দিকে তাকিয়ে সে আমারে না,
আমারে ধরে সে আমারে না,
অন্য কাউরে ধরতো!
আসলেই সে আমারে না,
অন্য কাউরে ভালোবাসতো!
যদি ভালোবাসতে,
(এক)-টু কাছে আসতেএএএ,
কি যে ভালো লাগতো আমার,
ওয়েচ্ছালেএএএ!
তোমাকে আজ খুব দারুন লাগছে,
আকাশের তারারা ডিপ্রেশনে,
তোমাকে আজ খুব ছারখার লাগছে।
আমার দিকে বাড়িয়ে হাত আমারে না,
অন্য কাউরে ডাকতো!
আমারে ভেবে ভেবে আমারে না,
অন্য কাউরে ভাবতো!
আসলে সে আমারে না,
অন্য কাউরে ভালোবাসতো !
যদি ভালোবাসতে,
(এক)-টু কাছে আসতেএএএ,
কি যে ভালো লাগতো আমার,
ওয়েচ্ছালেএএএ!
তোমাকে আজ খুব দারুন লাগছে,
আকাশের তারারা ডিপ্রেশনে,
তোমাকে আজ খুব ছারখার লাগছে।
আমার দিকে তাকিয়ে সে আমারে না,
অন্য কাউরে দেখতো!
আমারে ধরে সে আমারে না,
অন্য কাউরে ধরতো!
আসলেই সে আমারে না,
অন্য কাউরে ভালোবাসতো!
যদি ভালোবাসতে,
(এক)-টু কাছে আসতেএএএ,
কি যে ভালো লাগতো আমার,
ওয়েচ্ছালেএএএ!
তোমাকে আজ খুব দারুন লাগছে,
আকাশের তারারা ডিপ্রেশনে,
তোমাকে আজ খুব ছারখার লাগছে।
আমার দিকে বাড়িয়ে হাত আমারে না,
অন্য কাউরে ডাকতো!
আমারে ভেবে ভেবে আমারে না,
অন্য কাউরে ভাবতো!
আসলে সে আমারে না,
অন্য কাউরে ভালোবাসতো!
যদি ভালোবাসতে,
(এক)-টু কাছে আসতেএএএ,
কি যে ভালো লাগতো আমার,
ওয়েচ্ছালেএএএ!
তোমাকে আজ খুব দারুন লাগছে,
আকাশের তারারা ডিপ্রেশনে,
তোমাকে আজ খুব ছারখার লাগছে।

0 Comments