উড়ে যাওয়া পাখির চোখে(ure jawa pakhir chokhe) by Ashes lyrics in Bangla-Zunayed Evan

      

        Song:ure jawa pakhir choke
        Band:Ashes
        Vocal: Zunayed Evan

উড়ে যাওয়া পাখির চোখে by Ashes lyrics in Bangla :-


উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে,
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না ..

এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে ..

এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা,
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।

এখনো বাকি আছে, সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ, বিপন্ন অতীতে,
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।

এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে  !  হে.....!

Post a Comment

0 Comments