Song: Ayna-আয়না
Band: Ashes
Vocal: Zunayed Evan
আয়না by Ashes lyrics in Bangla :-
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না,
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না।
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো?
ভেবে ভেবে কষ্ট পাও?
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো?
ভেবে ভেবে আয়না দেখো?
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না,
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না।
এখনও কি রাগ হলে
তাহাদের কথা ভাবো?
যারা গেছে চলে
তুমি কালো বলে,
তুমি কালো বলে
যারা গেছে চোলে,
তুমি কালো বলে।
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না
ওরা লজ্জা পেয়ে যাবে।
তুমি আয়না দেখো না !
তুমি আয়না দেখো না,
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না।
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো?
ভেবে ভেবে কষ্ট পাও?
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো?
ভেবে ভেবে আয়না দেখো?
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না,
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না।
এখনও কি রাগ হলে
তাহাদের কথা ভাবো?
যারা গেছে চলে
তুমি কালো বলে,
তুমি কালো বলে
যারা গেছে চোলে,
তুমি কালো বলে।
তুমি আয়না দেখো না,
তুমি আয়না দেখো না
ওরা লজ্জা পেয়ে যাবে।
তুমি আয়না দেখো না !
0 Comments