তামাক পাতা (Tamak Pata)by Ashes lyrics in Bangla-zunayed Evan

       

            Song:Taman Pata (তামাক পাতা)
            Band: Ashes
            Vocal: Zunayed Evan

Tamakpata(তামাক পাতা)by Ashes lyrics in Bangla:-


তুমি তামাক ধরো তামাক ছাড়ো
আগুন জ্বালিয়ে দাও। 
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!

জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন! 
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
 
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?

জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন! 
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!

তুমি মাঝেমাঝে আমার কাছে তোমারে চাইতা!
তুমি মাঝেমাঝে আমার কাছে আমারে চাইতা!
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে আমি
মনের বিরুদ্ধে নিজেরে দিতামরে
মনের বিরুদ্ধে কি? নিজেরে দেয়া যায় রে?

জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন! 
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে.... (IV)

Post a Comment

0 Comments