Song: Bekheyali Station Road
Band :Ashes
Vocal :Zunayed Evan
বেখেয়ালি স্টেশন রোড by Ashes lyrics in Bangla :
সত্য করে জানি পাব না তো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছেমিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও (2)
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে (2)
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ
চোখ কেন, ধরেনা উড়ানো ঘুড়ি
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম কিছুক্ষণ
চোখ কেন, ধরেনা উড়ানো ঘুড়ি
সত্য করে জানি পাব না তো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছেমিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও (2)
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে (2)
0 Comments