Holud Lamp Post (হলুদ ল্যাম্প পোষ্ট) by Ashes lyrics in Bangla-Zunayed Evan

       


       Song: Holud Lamp post(হলুদ ল্যাম্প       পোষ্ট)
         Band:Ashes
         Vocal:Zunayed Evan

হলুদ ল্যাম্প পোষ্ট (Holud lamp post)by Ashes lyrics in Bangla :


ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে
ইচ্ছে হলে জল হয়ে যায় ভুল তরুণী
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল।

ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়।

হঠাৎ করে জানালাতে রাগ ভেঙ্গে গেছে
জানালাতে কাঁদছিল চোখ ভীষণ লাজুক
হঠাৎ করে জানালাতে লাজ উঠে যায়
লাজ ভয়ে সারাটিক্ষন চুপচাপ প্রেমিক

ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে
ইচ্ছে হলে স্লিপ হয়ে ভুল সংকট
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ছাদে বৃষ্টি বিষণ্ণ বিকেল।

ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়।
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
কাঁদতে দেব তোমায়।

Post a Comment

0 Comments