Song:Rupkotha se(রূপকথা সে)
Band:Ashes
Vocal:Zunayed Evan
রূপকথা সে by Ashes lyrics in Bangla :
সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়সব জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিলো
রাগগুলো কী সুখী হয়েছিলো মন
মাঝে মাঝে মন কী যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
আবার
তবু চোখ ভেবে দেখেছে কী
রাগ ছিল ভুলটা
ঘুড়ি ওড়েনি আকাশ
নাকি ছুঁয়ে দাও
0 Comments