সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-shadhinota26

 

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ-shadhinota26

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিভিল সার্জন এর কার্যালয়
নারায়ণগঞ্জ

ই-মেইলঃ narayanganj@cs.dghs.gov.bd

স্মারক নং- সিএস এনজে/১১-১৭গ্রেড কর্মচারী নিয়োগ / 2023/1470

“নিয়োগ বিজ্ঞপ্তি”

তারিখ : ১৮/০৬/২০২৩ খ্রিঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং-80,00,0000,180-15,০০৩,২৩.৯১ তারিখ ১০/০১/২০১৩ইং মোতাবেক সিভিল সার্জন, নারায়ণগঞ্জ তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের গ্রেডভিত্তিক শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নে বর্ণিত শর্তে অনলাইন (http://csnj.teletalk.com.bd) দরখাস্ত আহবান করা যাচ্ছে।


০১.

পদের নাম : ফার্মাসিষ্ট

পদের সংখ্যা : ০৬টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।

গ্রেড-১১

০২.

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব)

পদের সংখ্যা :  ০২টি

শিক্ষাগত ১ অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিষ্ট জেলার (ল্যাব)-এ ডিপ্লোমা ডিগ্রি

গ্রেড-১১


১ ও ২ নং পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার

প্রার্থীগণ আবেদন করতে 

পারবেন ,নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ অগ্রাধিকার দেওয়া হবে।  


READ MORE: দুধের পুষ্টিগুণ ও উপকারিতা - মানব জীবনের জন্য যা অত্যান্ত প্রয়োজন 

০৩.

পদের নাম : কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা :  ০১টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

গ্রেড-১৩

০৪.

পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 

পদের সংখ্যা :  ০১টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্ৰেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ঘ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ। টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

গ্রেড-১৪

০৫.

পদের নাম : পরিসংখ্যানবিদ

পদের সংখ্যা :  ০৩ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী। ঘ) কম্পিউটার চালানোর দক্ষতা।

গ্রেড-১৪

০৬.

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা :  ০৫ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ) কম্পিউটার চালানোর ক্ষমতা। গ) টাইপিং প্রতি মিনিটে বাংলায়-২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

গ্রেড-১৬

০৭.

পদের নাম : স্বাস্থ্য সহকারী

পদের সংখ্যা :  ৭৩টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

গ্রেড-১৬

০৮.

পদের নাম : গাড়ি চালক

পদের সংখ্যা : ০২টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার অভিজ্ঞতা। 

গ্রেড-১৬

০৯.

পদের নাম : ল্যাব এটেনডেন্ট

পদের সংখ্যা :  ০১টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড-১৯


৩ হইতে ৯ নং পদে নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট

ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়াে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস,

জেলার সকল উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-shadhinota26

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-shadhinota26


বিশেষ নির্দেশনাঃ 

নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে।

১.২ উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক (প্রয়োজন বোধে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

যে কোন কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-অধি/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-১/২০১৬/২৬৫৪ তারিখ ১১/০৬/২০১৮ইং মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা অনলাইনে আবেদন করিয়াছেন তাহাদেরকে (স্টোর কিপার পদ ব্যতীত) পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তবে ষ্টোর কিপার-১৪ গ্রেড পদে জনবল নিয়োগ, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হওয়ায় স্টোর কিপার পদে আবেদনকারীগণ বর্তমানের উপযুক্ত পদে আবেদন করতে পারবেন।

১.৫ প্রার্থী কর্তৃক প্রদত্ত যে-কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন ভুল তথ্য দিলে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১.৬ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। ১.৭ প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সে প্রার্থীর বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পরবেন।

প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরি হতে অপসারিত হয়েছেন অথবা চাকুরিতে ইফা নিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে প্রার্থীকে চাকুরি হতে অপসারণ আদেশের কপি বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশনামা দাখিল করতে হবে। প্রার্থী কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হলে কিংবা প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকলে তিনি আবেদন করার অযোগ্য হবেন।

প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্র-কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬/০২/২০০২ইং তারিখের মঃবিমো সমস- ১/৫- ১/২০০২/০২ নং প্রজ্ঞাপন মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১/০২/২০০৯ইং তারিখের মুবম/সনদ-১(প্র-৩/৩১/০২/১৪০ নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতা/পিতামহ / পিতামহী / মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সনদপত্র দাখিল করিতে হবে।

১.১০ প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট দাখিল করতে হবে।

১.১১ প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক /সমমর্যাদাসম্পন্ন। দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে।

১.১২ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত প্রার্থীকে জেলা প্রশাসক জেলা আনসার এ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

১.১৩ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।

১.১৪ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূলকপি (যেমন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণের সনদপত্র, অভিজ্ঞতা/ অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, কোটা সুবিধা দাবীর ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রসমূহ প্রদর্শন করতে হবে এবং সনদপত্রসমূহের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

১.১৫ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বেদন অনলাইনে প্রসেস করা হবে। অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত

১.

২২ জুন ২০২ ইং তারিখে বস

মুক্ত শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স ১৮ হতে

সরাসরি বাতিল বলে গণ্য হবে।

প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূলসাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

২.মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ১৮ হতে ৩২ বছর।

২.৩ নাগরিকত্বঃ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) বা সই ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

৩.২ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতি পূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র শার্মিল করতে হবে।

81

8. নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তাছাড়া কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগ কমিটি সংরক্ষণ করেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও পরীক্ষার ফি জমাদানের সময়

৫.এ. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ (http://csnj.teletalk.com.bd)-এ আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় ি

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান

তারিখ ও সময় ০২ ১০.০০ ঘটিকা হতে ২৩ জুলাই ২০১৩ ইং বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত। পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না! 05 Online আবেদন পরে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য 000000) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য 300x30) Pixel স্থান করে নির্ধারিত স্থানে Upload করাবেন। ছবি সাইজ সর্বোচ্চ ১০০KB 60 KB] মা হতে হবে। Online - আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী

. সমীর মধ্যে কেবল User ID সময়ের ৭২

হবে। সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হOnline পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। 4. SMS প্রেরণের নিয়মাবলী: Online আবেদনপত্র (Application Form) দাযভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালে সম্পূর্ণ সাদা খোলা) বা ছবিভার সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন পরিবর্তন গ্রহনযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি পৃথক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 33-35 মোড এর জন্য ৩০০/- (তিনশত চৌত্রিশ) টাকা, ১৩-১৬তম গ্রেড এর জন্য ২২০ (দুইশত তেইশ) টাকা ও ১৭-২০তম গ্রেড এর জন্য ১১২/- (একশত বারা) টাকা পরবর্তী ৭২ বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

ফি জমা দেয়ার পদ্ধি

প্রথম SMS: CSN] tier ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : CSNJ ABCDEE Reply Applicant's Name. Th.. will be Charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CSNJ-Space>Yes PIN and send to 16222. 2 SMS: CSNJ-Space>YesPIN 16222 Example: CSNJ YES 12345678

Send

Reply: Congratulations Applicant's Name. Payment completed Successfully for CSN) Application for xxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX).

৬. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (httpsjcietalk.com.bd) ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিষয় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মোবাইল নম্বর সক্রিয় না রাখার কারণে কোন তথ্য বা এসএমএস পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ নারী থাকবে না।

SMS

User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণকালে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে অবশ্যই প্রদর্শন করবেন।

৬.৫. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID: CSNJ-Space Help Space User Space User ID & Send to 2022

Example : CSNJ Help User ABCDEF & Send to ১৬২২২ নম্বরে।

PIN Number: CSNJ Space Help Space PIN-Space>PIN No & send to 16222

Example: CSNJ Help PIN 12345678 & send to 16222

6. Online আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs queryteletalk.com.bd ই-মেইলে অথবা টেলিটক হতে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল এর Subject Organization Name: CSN), Post Name:... [ Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

৬.৭ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে), পরীক্ষার তারিখ, সময় স্থান অথবা প্রার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ এর নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে। এছাড়া QR code স্থানে এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের আগে hepallalljobs.arietalk.com.bd/cnj ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞাপ্তিটি পাওয়া যাবে। প্রার্থীগণকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার জন্য উল্লেখিত ওয়েবসাইটে নিয়মিতভাবে দৃষ্টি রাখতে অনুরোধ করা যাচ্ছে।

৬.৮ প্রার্থীগণকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রভা সম্পন্ন করার জন্য অনুরোধ করা |

                                                         Apply here

READ MORE:  খেজুরের উপকারিতা ও অপকারিতা


FOLLOW US:   Facebook , Twitter , Pinterest , Instagram


Tag : 

civil surgeon job circular 2023A; civil surgeon job circular 2022A; Civil Surgeon Office Narayanganj CSNJ Job Circular; Civil Surgeon Office Job Circular 2023; সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ; নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩; Civil Surgeon Office Job; government job; shadhinota; government job in bangladesh; bd job circular today; all govt job circular 2023; all job circular 2023; সরকারি চাকরির খবর ২০২৩; job news; Shadhinota26.

Post a Comment

0 Comments