স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত "সিপাই" শুন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে Online-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখ : ১০-০৭-২৩
আবেদনের শেষ তারিখ : ৩১-০৭-২৩
পদের নাম : সিপাই
পদ সংখ্যা : ৩১৩ (তিন শত তেরো)
বেতন খেল ও গ্রেড : ৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) উচ্চতা (অন্যূন ):- পুরুষ ৫ (পাঁচ) ফুট ৬ (ছয়) ইঞ্চি বা ১.৬৮ (এক দশমিক ছয় আট মিটার, মহিলা ৫ (পাঁচ) ফুট ২ (দুই) ইঞ্চি বা ১.৫৭ (এক দশমিক পাঁচ সাত) মিটার। গ) বুকের মাপ (অন্যূন )। উভয় ক্ষেত্রে ৩১ (একত্রিশ) ইঞ্চি বা ৭৮ (আটাত্তর) সেঃ মিঃ সম্প্রসারিত ৩২(বত্রিশ) ইঞ্চি বা ৮২ (বিরাশি) সেঃ মিঃ।
ঘ) ওজন(অনান):- পুরুষ ৫০ (পঞ্চাশ) কেজি, মহিলা- ৪৬ (ছেচল্লিশ) কেজি
এবং
3) অবিবাহিত হইতে হইবে।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন :
(ক) ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর,নারায়ণগঞ্জ. টাঙ্গাইল, কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁনপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট ঝিনাইদহ রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সুনামগঞ্জ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর নেত্রকোণা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
তবে, (খ) সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
আবেদন করতে CLICK HERE

.jpg)

0 Comments